জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানিসহ পরাশক্তিরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল।
চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিত হবে ব্রাজিল-জার্মানি ম্যাচটি। এদিন মাঠে নামবে আর্জেন্টিনাও। অস্ট্রেলিয়া রয়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে।
২০১৬ রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। গতবার ছয় দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জার্মানিকে হারিয়েই সোনার পদক জেতে ব্রাজিল।
২০১৬ সালের অলিম্পিক দলে অবশ্য নেইমার ছিলেন। এবার আর তিনি নেই। ব্রাজিল দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন দানি আলভেজ। চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের আসরে।
‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির বাকি দুই প্রতিপক্ষ আইভরিকোস্ট ও সৌদি আরব।
উল্লেখ্য, অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৪ দলের খেলা হয়। তবে প্রতিটি দলে সর্বোচ্চ ৩ জন ২৩ বছরের বেশি বয়সের খেলোয়াড় খেলতে পারেন।
প্রধান পৃষ্ঠপোষকঃ-
প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন
সম্পাদক ঃ-
নির্বাহী সম্পাদকঃ-
বার্তা সম্পাদকঃ-
ব্যবস্থাপনা সম্পাদকঃ-
অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড, দাগনভূঞা, ফেনী।
ফোন:- +88 01619 522129 +6 0178739363 (Whatsapp)
ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com
একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।
Developed By Softwarefarmbd
বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।