দাগনভূঞা বাজার এলাকায় ফার্মেসি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলাম এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স.ম. আজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, ফুড সাপ্লিমেন্ট, রেজিস্ট্রেশন বিহর্ভুত ঔষধ ও পিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, সঠিক পদ্ধতিতে ঔষধ সংরক্ষণ না করায়,সংশ্লিষ্ট আইন ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০(খ) ও (গ) ধারায় মোট ০৪টি মামলায় অভিযুক্ত ০৪ জন ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় তিনি জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ।
প্রধান পৃষ্ঠপোষকঃ-
প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন
সম্পাদক ঃ-
নির্বাহী সম্পাদকঃ-
বার্তা সম্পাদকঃ-
ব্যবস্থাপনা সম্পাদকঃ-
অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড, দাগনভূঞা, ফেনী।
ফোন:- +88 01619 522129 +6 0178739363 (Whatsapp)
ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com
একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।
Developed By Softwarefarmbd
বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।