সোমবার (১৯মে ) সকাল থেকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছেন দুদক নোয়াখালী অফিসের একটি চৌকস টিম।উক্ত অভিযান শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অভিযোগের বিষয়গুলো তুলে ধরেন নোয়াখালী দুদক সজেকা উপসহকারী পরিচালক জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মো: ইদ্রিস ।
তিনি জানান সরেজমিনে প্রত্যক্ষ করে বিভিন্ন বিষয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে। যাহা লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেরন করা হবে। দুদক কর্মকর্তা আরো বলেন, প্যাথলোজি বিভাগে পরীক্ষা নিরীক্ষার টাকা জনসাধারণ থেকে আদায় করে জমা না দিয়ে আত্মসাৎ করা, এম্বুলেন্স ভাড়া অতিরিক্ত দাবি করে জমা না দেয়া। রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে ঠিক মতো ঔষধ পত্র না দেয়া,খাবারের মানে ভেজাল , বাসী ডাল সহ খাবার মানে জালিয়াতির প্রমান পাওয়া যায়।
এছাড়াও হাসাপাতালের বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ প্রমানিত হয়েছে বলে তারা গণমাধ্যমে জানান। দাগনভুঞা উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে নাগরিক সুবিধা বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে জনগন বিস্তর অভিযোগ করেন বিভিন্ন স্হানে। একটি সিন্ডিকেট হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে দীর্ঘদিন যাবত। তার প্রতিকার চান দাগনভুইয়ার সচেতন মহল।
প্রধান পৃষ্ঠপোষকঃ-
প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন
সম্পাদক ঃ-
নির্বাহী সম্পাদকঃ-
বার্তা সম্পাদকঃ-
ব্যবস্থাপনা সম্পাদকঃ-
অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড, দাগনভূঞা, ফেনী।
ফোন:- +88 01619 522129 +6 0178739363 (Whatsapp)
ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com
একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।
Developed By Softwarefarmbd
বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।