দাগনভূইয়া, ফেনী।   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
  মেনু নির্বাচন করুন

  প্রতারণার অভিযোগে ই-কমার্স কোম্পানির সিইও গ্রেফতার

 অনলাইন ডেস্ক, দাগনভুঞা প্রতিদিন
  381

অনলাইন ডেস্ক


ক্যাপশন: শাহরিয়ার খান (সংগৃহীত ছবি)

প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স সাইট নিরাপদ ডট কমের সিইও শাহরিয়ার খানকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।


গ্রেফতারের সময় তার হেফাজত থেকে 'প্রতারণার কাজে ব্যবহৃত' ৫টি কম্পিউটার, ২টি ল্যাপটপ, ২টি হার্ড ডিস্ক, বিভিন্ন ব্যাংকের ১৩টি চেক বই, ১৩টি ডেভিড/ক্রেডিট কার্ড, ২৩টি সিম কার্ড, সার্ভারের তথ্য ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


মঙ্গলবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, প্রতারণার স্বীকার জনৈক ইশতিয়াক আহমেদ বাদী হয়ে আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি সাইবার ক্রাইম বিভাগ এই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তে যথাযথ তথ্যের ভিত্তিতে গত রবিবার রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে শাহরিয়ার খানকে গ্রেফতার করে ডিবি সাইবারের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।


ই-কমার্স সাইট নিরাপদ ডট কমের প্রতারণা সম্পর্কে গোয়েন্দা এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত শাহরিয়ার ২০২০ সালের আগস্ট মাসে নিরাপদ ডট কম নামে একটি অনলাইন ভিত্তিক ই- কমার্স সাইট খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করে এবং তাদের কাছ থেকে একটি পেমেন্ট গেটওয়ের (এসএসএল কমার্স) মাধ্যমে অগ্রিম অর্থ হাতিয়ে নেয়। তারা ৫০% ডিসকাউন্টে মোবাইল ফোন সেট, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স আইটেম ৩০ দিনের মধ্যে হোম ডেলিভারি দেয়ার প্রতিশ্রুতি প্রদান করে গ্রাহকদের প্রলোভিত করে।


তিনি আরও বলেন, তাদের গ্রাহক সংখ্যা প্রায় ৪ হাজার এবং ১ মাসের মধ্যে প্রায় ১২ হাজার অর্ডার পায়। যার মাধ্যমে প্রায় ৭-৮ কোটি টাকা তার ব্যাংক হিসাবে যুক্ত হয়। যারা পণ্য অর্ডার করেছেন তাদের মধ্যে বেশিরভাগই ছাত্র ও অল্প বেতনের চাকরিজীবী। প্রাথমিক অবস্থায় তারা কিছু পণ্য ডেলিভারি করে সেই গ্রাহকদের দিয়ে তাদের পেইজে পজিটিভ রিভিউ পোস্ট করিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে বিশ্বাস স্থাপন করে। পরবর্তীতে অধিক সংখ্যায় অর্ডার এবং অগ্রিম অর্থ পেলে তারা পণ্য ডেলিভারি না দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা শুরু করে। অনেক দিন পেরিয়ে গেলে গ্রাহকরা যখন বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তখন বিভিন্ন সামাজিক মাধ্যম ও মিডিয়ার মাধ্যমে এর প্রতিকার দাবি করতে থাকেন। যারা চাপ প্রয়োগ করতে পেরেছেন তাদের টাকা রিফান্ডের কথা বলে ব্যাংক চেক প্রদান করলেও টাকা উত্তোলন করতে পারেননি। বারবার চেক ডিজঅনার হওয়ার অভিযোগ আসতে থাকলে প্রতারক গ্রাহকদের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় অসংখ্য ভুক্তভোগীদের পক্ষে জনৈক ইশতিয়াক আহমেদ বাদী হয়ে আদাবর থানায় উক্ত মামলা দায়ের করেন।


এক প্রশ্নের উত্তরে ডিবি কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশে ২ হাজারেরও বেশি ওয়েবসাইট ভিত্তিক ও প্রায় এক লাখের মতো ফেসবুক ভিত্তিক ই-কমার্স সাইট চলমান রয়েছে।


চটকদার বিজ্ঞাপণে প্রলোভিত না হয়ে মার্কেটপ্লেস যাচাই করে পণ্য অর্ডার এবং অগ্রিম মূল্য পরিশোধের পরিবর্তে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পণ্য বুঝে পেয়ে মূল্য পরিশোধ করলে প্রতারণা এমনকি ভোগান্তি থেকে রেহাই মিলতে পারে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। 




শেয়ার করুন:


আপনার মন্তব্য লিখুন
  •   ফুলের টবে গাঁজা চাষ, ছাগলনাইয়ায় তিনজন আটক
  •   দাগনভুঞায় স্টার লাইন বাস উল্টে খালে, আহত ৬
  •   ফেনীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি
  •   দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
  •   ফেনী সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার
  •   মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষন, দাগনভূঞায় তিন ফার্মেসিকে জরিমানা
  •   ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি, বাদীকে গ্রেপ্তারে আল্টিমেটাম
  •   সোনাগাজীতে বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
  •   দাগনভূঞায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  •   দাগনভূঞায় তরুণ সংঘের উপহারের নতুন ঘর পেয়েছে ৫ পরিবার
  •   প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  •   সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  •   দাগনভূঞায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা
  •   দাগনভূঞা শামছুন্নাহার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ
  •   অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ জয়ী ক্রিকেটার আল ফাহাদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী
  • প্রধান পৃষ্ঠপোষকঃ-

    প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন 

    সম্পাদক ঃ-

    নির্বাহী সম্পাদকঃ-

    বার্তা সম্পাদকঃ-

    ব্যবস্থাপনা সম্পাদকঃ-

    অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড,  দাগনভূঞা, ফেনী।

    ফোন:- +88 01619 522129  +6 0178739363 (Whatsapp)

    ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com

    একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।

    Developed By Softwarefarmbd

    বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।