দাগনভূইয়া, ফেনী।   মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
  মেনু নির্বাচন করুন

  ঈদের জামাত আদায়ে বিশেষ নির্দেশনা

 অনলাইন ডেস্ক, দাগনভুঞা প্রতিদিন
  226

অনলাইন ডেস্ক


ক্যাপশন: ফাইল ছবি

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনা নিয়ে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 


দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ১৪৪২ হিজরি/২০২১ সালের পবিত্র ঈদুল আযহা নামাজের জামাত আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।


ক. ​করোনাভাইরাস (কোভিড-১৯) এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আযহা ২০২১ (১৪৪২ হিজরি) এর জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে;

খ. ​মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।


গ. ​প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদ/ঈদগাহে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।


ঘ.​ করোনাভাইরাস সংক্রমণরোধ নিশ্চিতকল্পে মসজিদ/ঈদগাহে ওযুর স্থানে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।


ঙ. ​মসজিদ/ঈদগাহ মাঠের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে। 


চ. ​ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।


ছ. ​ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করে দাড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।


জ. ​শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ নিরুৎসাহিত করা হলো।


ঝ.​ সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;


ঞ.​ করোনাভাইরাস সংক্রমণরোধ নিশ্চিতকল্পে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।


ট.​ করোনা মহামারির এ বৈশ্বিক মহাবিপদ হতে রক্ষা পেতে বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ ও কুরআন তিলাওয়াত করতে হবে এবং আমাদের কৃত অন্যায়-অপরাধ এর জন্য ঈদের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে।


ঠ.​ খতিব, ইমাম, মসজিদ/ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।


২। উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হলো। 


৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।




শেয়ার করুন:


আপনার মন্তব্য লিখুন
  •   ফুলের টবে গাঁজা চাষ, ছাগলনাইয়ায় তিনজন আটক
  •   দাগনভুঞায় স্টার লাইন বাস উল্টে খালে, আহত ৬
  •   ফেনীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের কর্মবিরতি
  •   দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
  •   ফেনী সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার
  •   মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষন, দাগনভূঞায় তিন ফার্মেসিকে জরিমানা
  •   ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি, বাদীকে গ্রেপ্তারে আল্টিমেটাম
  •   সোনাগাজীতে বিএনপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
  •   দাগনভূঞায় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
  •   দাগনভূঞায় তরুণ সংঘের উপহারের নতুন ঘর পেয়েছে ৫ পরিবার
  •   প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  •   সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  •   দাগনভূঞায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা
  •   দাগনভূঞা শামছুন্নাহার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অভিভাবক সমাবেশ
  •   অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৪ জয়ী ক্রিকেটার আল ফাহাদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী
  • প্রধান পৃষ্ঠপোষকঃ-

    প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন 

    সম্পাদক ঃ-

    নির্বাহী সম্পাদকঃ-

    বার্তা সম্পাদকঃ-

    ব্যবস্থাপনা সম্পাদকঃ-

    অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড,  দাগনভূঞা, ফেনী।

    ফোন:- +88 01619 522129  +6 0178739363 (Whatsapp)

    ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com

    একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।

    Developed By Softwarefarmbd

    বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।