আবার হেসেছে ক্রিস গেইলের ব্যাট। আর ইউনিভার্স বসের ঝড়ে টিকতে পারলো না অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের দুটি বাকি থাকতেই সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ৩১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।
১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচে ব্যর্থ গেইল এদিন তাণ্ডব চালান। ৩৮ বলে ৪টি চার ও ৭টি বিশাল ছক্কায় ৬৭ করেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে সবধরনের টি-টোয়েন্টিতে ১৪ হাজারের বেশি রানের মাইলফলক গড়েন তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন অধিনায়ক নিকোলাস পুরান।
অজি বোলারদের মধ্যে ৩টি উইকেট পান রিলে মেরেডিথ।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩৩ রান করেন মোইসেস হেনরিকেস। এছাড়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৩০ রান।
উইন্ডিজ হেইডেন ওয়ালশ ২টি উইকেট লাভ করেন। এছাড়া একটি করে উইকেট পান ওবেদ ম্যাকয়, ডোয়েন ব্রাভো ও ফ্যাবিয়ান অ্যালেন।
দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ক্রিস গেইল।
আগামী ১৫ জুলাই একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
প্রধান পৃষ্ঠপোষকঃ-
প্রকাশকঃ- জহিরুল ইসলাম হিরন
সম্পাদক ঃ-
নির্বাহী সম্পাদকঃ-
বার্তা সম্পাদকঃ-
ব্যবস্থাপনা সম্পাদকঃ-
অফিস ঠিকানাঃ- আল নূর জামে মসজিদ (বড় মসজিদ) রোড, দাগনভূঞা, ফেনী।
ফোন:- +88 01619 522129 +6 0178739363 (Whatsapp)
ই-মেইল:- dagonbhuiyanpratidin@gmail.com
একটি রংধনু মিডিয়া এন্ড পাবলিকেশন্স এর উদ্যোগ।
Developed By Softwarefarmbd
বিঃ দ্রঃ উক্ত অনলাইন নিউজ পোর্টালটির সকল পেপার্সের কার্যদি প্রক্রিয়াধীন আছে।